Thursday, 13 March 2014

আলোয় ছায়ায়...

(নিম্নে ব্যবহৃত আলপনা বন্দ্যোপাধ্যায়ের ছবিগুলি শ্রী শ্রীধর মুখোপাধ্যায়ের সৌজন্যে প্রকাশিত)

চন্দনার শিস, চাঁপাকলির গন্ধ, শালুকের দোদুলদুল... পুজো-পুজো গন্ধ, আর তারই মধ্যে স্থান করে নিয়েছে আলপনা বন্দ্যোপাধ্যায়ের গানের নস্টালজিয়া! পুজোর গান! পুজোর গান রেকর্ড করার স্মৃতি রোমন্থনে এইচ এম ভি'র একটি তথ্যচিত্রে আলপনাদি বলেছিলেন, 'এমনিতেও আমরা এইচ এম ভি'তে গান করতে আসতাম... কিন্তু যখন পুজোর গানের কথা বলতেন... কী করে গানটা ভালো করব, কী করে সকলের মন জয় করতে পারব, সেটা কিন্তু একটা ভীষণ চিন্তার ব্যাপার ছিল।' মন জয় নিশ্চয়ই করতে পেরেছিলেন - নথি মিলিয়ে শিল্পীর পুজোর গানের একটা তালিকা তৈরী করলাম - প্রতিটি গানই আজও সমানভাবে আদৃত! পুজোর গানে ডালি সাজিয়েই শিল্পীর আশীতিতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করলাম।


প্রথম প্রকাশ -  পূজা, ১৯৫৫

প্রথম কলি - যেথা আছে ওগো শুধু নীরবতা

গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার

সুরকার - শ্যামল মিত্র

শিল্পী - কুমারী আলপনা বন্দ্যোপাধ্যায়


প্রথম প্রকাশ -  পূজা, ১৯৫৫

প্রথম কলি - আবছা মেঘের ওড়না গায়ে

গীতিকার - শ্যামল গুপ্ত

সুরকার - শ্যামল মিত্র

শিল্পী - কুমারী আলপনা বন্দ্যোপাধ্যায়




প্রথম প্রকাশ -  পূজা, ১৯৫৬

প্রথম কলি - বিদেশিনী কাদের রাণী

গীতিকার - ভাস্কর বসু

সুরকার - সুধীন দাশগুপ্ত

শিল্পী - কুমারী আলপনা বন্দ্যোপাধ্যায়




প্রথম প্রকাশ -  পূজা, ১৯৫৬

প্রথম কলি - নাচে নাচে পুতুল নাচে

গীতিকার - সুধীন দাশগুপ্ত

সুরকার - সুধীন দাশগুপ্ত

শিল্পী - কুমারী আলপনা বন্দ্যোপাধ্যায়



প্রথম প্রকাশ -  পূজা, ১৯৫৭


প্রথম কলি - তারাদের চুমকি জ্বলে আকাশে

গীতিকার - পুলক বন্দ্যোপাধ্যায়

সুরকার - ভূপেন হাজারিকা 


শিল্পী - কুমারী আলপনা বন্দ্যোপাধ্যায়



প্রথম প্রকাশ -  পূজা, ১৯৫৭

প্রথম কলি - আমি আলপনা এঁকে যাই

গীতিকার - পুলক বন্দ্যোপাধ্যায়

সুরকার - ভূপেন হাজারিকা 

শিল্পী - কুমারী আলপনা বন্দ্যোপাধ্যায়



প্রথম প্রকাশ -  পূজা, ১৯৫৮

প্রথম কলি - বকুলগন্ধে যদি  বাতাস অন্ধ হয়ে

গীতিকার - পবিত্র মিত্র

সুরকার - নচিকেতা ঘোষ  

শিল্পী - কুমারী আলপনা বন্দ্যোপাধ্যায়


প্রথম প্রকাশ -  পূজা, ১৯৫৮

প্রথম কলি - ছোট্ট পাখী চন্দনা

গীতিকার - পবিত্র মিত্র

সুরকার - নচিকেতা ঘোষ  

শিল্পী - কুমারী আলপনা বন্দ্যোপাধ্যায়





প্রথম প্রকাশ -  পূজা, ১৯৫৯

প্রথম কলি - আমি সুন্দর বলে 

গীতিকার - শ্যামল গুপ্ত

সুরকার - মানবেন্দ্র মুখোপাধ্যায়   

শিল্পী - কুমারী আলপনা বন্দ্যোপাধ্যায়



প্রথম প্রকাশ -  পূজা, ১৯৫৯

প্রথম কলি - মন বলছে আজ সন্ধ্যায়  

গীতিকার - শ্যামল গুপ্ত

সুরকার - মানবেন্দ্র মুখোপাধ্যায়   

শিল্পী - কুমারী আলপনা বন্দ্যোপাধ্যায়



হ্যাপি বার্থ'ডে, আলপনাদি!